Firmware File: (C0mpressed:473 MB)
Download Link:
Click Here
SP Flash Tool:(84MB)
Download Link:
Click Here
- Method: (Collected and Modified) (Source: TechTunes)
- প্রথমে খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন ৫০%-৬০% পারসেন্ট চার্জ থাকতে হবে।
- প্রথমে এখান থেকে Sp Tool ডাউনলোড করবেন। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড হয়েছে সেটা ওপেন করে VCom নামের ফোল্ডার এ ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32bit অথবা 64bit এর ড্রাইভার টা ইন্সটল দিন। ড্রাইভারটা সাধারণ ভাবেই ইন্সটল দিতে থাকেন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দিবে। প্রতি বার ই Install This Software Driver Anyway দিন। এখন ইন্সটল শেষ করুন।
- ফ্লাশ ফাইল ডাউনলোড করুন ।
- মোবাইল অবশ্যই বন্ধ করে দিবেন।
- এবার Flash Tool ফোল্ডারে ঢুকুন। এইগুলো দেখতে পাবেন। এবার এখান থেকে ঠিক চিহ্নে দেখিয়ে দেওয়া Flash tool ওপেন করুন।

- স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Scatter loading) ক্লিক করেন।

- এখন একটু পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান। এবং Firmware ফোল্ডারে প্রবেশ করুন। এখন যেটাতে Scatter লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।

- এবার স্ক্রিনশট অনুযায়ী Download এ ক্লিক করুন। এবার আপনার এন্ড্রয়েড সেট টির ব্যাটারি খুলে ফেলুন। এখন ডাটা ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থাতেই)। পিসি তে লাগানোর পর সাবধানে সেট টির Volume + বাটন চাপ দেয়ার সাথে সাথে ব্যাটারী লাগান। দেখতে পাবেন একটা লাল loader load হচ্ছে। কিছুক্ষন সময় অপেক্ষা করুন ডাউনলোড হতে থাকবে।

- ১০০% লোডিং হওয়ার পর স্ক্রিন এর মাঝখানে একটা ছোট সবুজ গোল চিহ্ন আসবে। ব্যাস। কাজ শেষ। এখন ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে, চিন্তার কিছুই নেই।

বুঝতে সমস্যা হলে inbox এ অথবা comment করে জানাবেন...
Thanks
No comments:
Post a Comment